প্রয়াগরাজে (এলাহাবাদ) আয়োজিত কুম্ভমেলা - ২০২৫

অনুষ্ঠান সম্পর্কিত তথ্য

ভারতবর্ষে কুম্ভমেলার মতো ধর্মীয় মহামেলা স্মরণাতীত কাল হতে চলে আসছে; এইসব ধর্মীয় মহামেলা অগণিত লোকের চোখের সামনে একটা আধ্যাত্মিক লক্ষ্য সর্বদা ধরে রেখেছে।

— পরমহংস যোগানন্দ

আমাদের পরমপ্রিয় গুরুদেবের এই কথা দ্বারা অনুপ্রাণিত হয়ে, যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া (ওয়াইএসএস) কুম্ভমেলায় শিবিরের ব্যবস্থা করে থাকে। একইভাবে, আগামি বছরের প্রথমদিকে প্রয়াগরাজে (এলাহাবাদ) যে কুম্ভ মেলা আয়োজিত হতে চলেছে, সেখানেও আমাদের একটি ওয়াইএসএস শিবির প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে। ওয়াইএসএস/এসআরএফ-এর ভক্তদের এই শিবিরে আসার আমন্ত্রণ রইল।

২০২৫-এর ১০ই জানুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত এই শিবিরটি কুম্ভমেলা ক্ষেত্রে সক্রিয় থাকবে। এই সময়কালের মধ্যে স্নানের তিথি যথা — পৌষ পূর্ণিমা (সোমবার, ১৩ জানুয়ারি), মকর সংক্রান্তি (মঙ্গলবার, ১৪ জানুয়ারি), মৌনী অমাবস্যা (বুধবার, জানুয়ারি ২৯), বসন্ত পঞ্চমী (সোমবার, ফেব্রুয়ারি ৩) ও মাঘী পূর্ণিমা (বুধবার, ফেব্রুয়ারি ১২)।

কুম্ভমেলায় এই শিবিরটি থাকার সম্পূর্ণ সময়কালে ভক্তদের এখানে অবস্থানকে সমৃদ্ধ করে তুলতে ওয়াইএসএস-এর সন্ন্যাসীরা বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠানের পরিচালনা করবেন। এর মধ্যে থাকবে সকাল ও সান্ধ্যকালীন সমবেত ধ্যান, কীর্তন (ভক্তিমূলক গীত) ও সৎসঙ্গ।

অনুষ্ঠানের বিস্তারিত বিবরণ

নিবন্ধীকরণ

নিবন্ধীকরণ মূল্য হল প্রতি জন ₹ ২000

শিবিরের সুযোগ-সুবিধা মূলত ওয়াইএসএস-এর ভক্তদের জন্য লব্ধ করা হচ্ছে। তবে আমরা জানি যে ভক্তদের বয়স্ক মাতা-পিতা ও আত্মীয়-স্বজনও তাদের সঙ্গে এই তীর্থে আসতে ইচ্ছুক হতে পারেন। যদি আপনার পরিবারের সদস্যরা বা নিকট বন্ধু-বান্ধবরা আপনাদের দলের অংশ হয়ে আসতে চান, তাহলে তারা আমন্ত্রিত।

নিবন্ধীকরণ এখন আরম্ভ হয়ে গেছে!

ভক্তদের পোর্টালের মাধ্যমে অনলাইন নিবন্ধীকরণ:

দ্রুততর ও সহজতর নিবন্ধীকরণের জন্য, নিম্নে বোতামটির ওপর ক্লিক করে নিবন্ধীকরণ করুন।

ওয়াইএসএস ‘হেল্প-ডেস্ক’-এ যোগাযোগ করে নিবন্ধন করান:

অনুগ্রহ পূর্বক (০৬৫১) ৬৬৫৫ ৫০৬ নম্বরে ফোন করে অথবা রাঁচি আশ্রমের হেল্প-ডেস্ক-এ ই-মেল করে নিম্নলিখিত তথ্য দিন:

  • আপনার পুরো নাম
  • বয়স
  • লিঙ্গ
  • ঠিকানা
  • ইমেল
  • টেলিফোন নম্বর
  • ওয়াইএসএস লেসন্স নিবন্ধীকরণ নম্বর (বা এসআরএফ সদস্যতা নম্বর)
  • আপনার সঙ্গে যদি অন্য কেউ থাকেন, তাহলে তাদের পুরো নাম, বয়স, লিঙ্গ ও আপনার সঙ্গে তাদের সম্পর্ক।
  • আপনার প্রস্তাবিত আগমন ও প্রস্থানের তারিখ (দয়া করে আপনার আগমন ও প্রস্থানের পছন্দের দুটি তারিখ উল্লেখ করবেন)

আপনার মোবাইল বা ইমেল-এ যে মূল্য প্রদানের লিঙ্ক পাঠানো হবে, তার মাধ্যমে আপনি অর্থ প্রেরণ করতে পারবেন। আপনার প্রথম পছন্দের তারিখে যদি অত্যন্ত বেশি ভক্তসমাগমের সম্ভাবনা হয়ে গিয়ে থাকে, তাহলে আপনাকে বিকল্প তারিখে নিবন্ধিত করানো হতে পারে। তবে আমরা আপনার প্রথম পছন্দের তারিখটিতেই আপনার নিবন্ধীকরণ করানোর পূর্ণ প্রচেষ্টা করব। আপনার থাকা অনুমোদিত হলে, ইমেল বা এসএমএস-এর মাধ্যমে একটি অনুমোদন বার্তা পাবেন, যা আপনাকে কুম্ভমেলা শিবিরে নিয়ে আসতে হবে।

এসআরএফ ভক্তদের নিবন্ধীকরণ:

এসআরএফ ভক্তদের শিবিরে নিবন্ধীকরণ পূর্বক ওয়াইএসএস দ্বারা আয়োজিত আধ্যাত্মিক অনুষ্ঠানগুলিতে যোগদান করতে ও আহার গ্রহণ করতে আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে, যেহেতু শিবিরে থাকার আয়োজন সাধারণ মানের হবে, আমরা আপনাদের নিকটবর্তী কোনও হোটেলে থাকার পরামর্শ দিচ্ছি; তবুও, তারা যদি ওয়াইএসএস শিবিরে থাকতে চান, আমরা তার ব্যবস্থা করব।

নিবন্ধন করার জন্য, ইমেল এর মাধ্যমে ওয়াইএসএস হেল্প-ডেস্ক-এর সাথে যোগাযোগ করে, উপরিউক্ত সকল তথ্য প্রদান করুন। অত্যধিক ভক্তসমাগমের সম্ভাবনা হলে, আমরা আপনাকে বিকল্প কোনও তারিখে নিবন্ধিত করাব। দয়াকরে আপনাদের সফর-পরিকল্পনার পছন্দমত দুটি পৃথক তারিখ উল্লেখ করবেন।

para-ornament

দয়া করে অবগত হন:

  • আগে এলে, আগে পাবে নীতি: বিভিন্ন অনুষ্ঠানস্থলে বাসস্থানের সুযোগ-সুবিধা সীমিত থাকার কারণে, বাসস্থানের জন্য আবেদন সহ যে সব নিবন্ধন-অনুরোধ জমা পড়বে, তাদের মধ্যে ‘আগে এলে, আগে পাবে’ নীতির ভিত্তিতে তা অনুমোদন করা হবে।
  • শিবিরে সুযোগ-সুবিধা সীমিত হওয়ার কারণে, কেবল যাদের থাকা ওয়াইএসএস দ্বারা অনুমোদিত হয়েছে, তারাই শিবিরে থাকতে পারবেন। আপনাদের অনুরোধ করা হচ্ছে যে এমন কোনও আত্মীয় বা বন্ধুকে সঙ্গে আনবেন না যাদের অনুমোদন প্রদান করা হয় নি
  • যদি আপনার নিবন্ধীকরণ অনুমোদিত হয় কিন্তু আপনি যোগদান করতে অসমর্থ হন, তাহলে নিবন্ধন-মূল্য ফেরত দেওয়া যাবে না বা তা অপরের নামে হস্তান্তর করা যাবে না।
থাকা ও আহারের ব্যবস্থা

ওয়াইএসএস-এর শিবিরে, আগমন ও প্রস্থানের দিন সহ সর্বোচ্চ চার দিন ও তিন রাত্রি থাকার অনুমোদন দেওয়া হবে, যাতে সর্বোচ্চ সংখ্যক ভক্তের পক্ষে স্নান ও অন্যান্য পালনীয় কর্তব্য করা ও এই সীমিত সুযোগ-সুবিধার সদ্ব্যবহার করা সম্ভব হয়।

শিবিরে বালির ওপর তাঁবু খাটিয়ে থাকার ব্যবস্থা করা হবে, তাঁবুতে খড়ের আচ্ছাদনের ওপর টারপলিন বিছানো থাকবে।

  • শয্যা, বালিশ ও কম্বল দেওয়া হবে,তবে দয়া করে নিজের বিছানার চাদর, বালিশের কভার ও স্লিপিং ব্যাগ সঙ্গে নিয়ে আসবেন।
  • জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আবহাওয়া অত্যন্ত ঠাণ্ডা থাকবে, তাই অবশ্যই লেপ, স্লিপিং ব্যাগ, শীতবস্ত্র, টুপি ও মোজার মত শীতের সরঞ্জাম সঙ্গে নিয়ে আসবেন। যেহেতু এই মাসগুলিতে মাঝে-মধ্যে বৃষ্টি হয়, তাই রেনকোট (বর্ষাতি) বা ছাতা সঙ্গে রাখবেন। মশা তাড়ানোর ক্রিম, টর্চ, আসন ও নিজের ব্যক্তিগত ব্যবহারের অন্যান্য জিনিসপত্র সঙ্গে আনবেন।

আহারের জন্য আলাদা করে মূল্য দিতে হবে না।

দয়া করে জ্ঞাত হন: পুরুষ ও মহিলাদের পৃথক তাঁবুতে স্থান প্রদান করা হবে, তাই একই পরিবারের একাধিক সদস্য এলে, তারা দয়া করে সেই অনুযায়ী পরিকল্পনা ও গোছগাছ করবেন।

para-ornament

কুম্ভমেলায় ওয়াইএসএস শিবিরস্থলের ঠিকানা

মেলা কর্তৃপক্ষ এখনও যোগদানকারী সংস্থাগুলিকে স্থান প্রদান করেননি। তা পেলে, আমরা স্থানের বিবরণ ও রুট ম্যাপ পোস্ট করে দেব।

যাদের নিবন্ধীকরণ হয়ে গেছে, তাদের শিবিরস্থলের ঠিকানা ও রুট-ম্যাপ ইমেল/এসএমএস-এর মাধ্যমে পাঠানো হবে।

বেসক্যাম্প- এর ঠিকানা

যোগদা সৎসঙ্গ ধ্যানকেন্দ্র, প্রয়াগরাজ
468/270, Nai Basti Sohbatia Bagh,
Prayagraj (Allahabad),
Uttar Pradesh – 211006

ফোন: 9454066330, 9415369314, 9936691302

ইমেল: prayagraj@ysscenters.org

নিবন্ধীকরণ ও জিজ্ঞাসার জন্য যোগাযোগস্থল

যোগদা সৎসঙ্গ শাখা মঠ – রাঁচি
Paramahansa Yogananda Path
Ranchi – 834001
Jharkhand

ফোন: (0651) 6655 506
(সোম থেকে শনি, সকাল ০৯:৩০ থেকে বিকেল ০৪:৩০)

ইমেল: kumbha@yssi.org

নতুন আগ্রহী

পরমহংস যোগানন্দ এবং তাঁর শিক্ষা সম্পর্কে আরও জানতে আপনারা নীচের লিঙ্কগুলিতে অন্বেষণ করতে পারেন:

এই শেয়ার করুন